Blog details

16 Dec, 2023 9:24 PM

একটি ফোন উদ্ধারের গল্প

চট্টগ্রামের একটি মসজিদের ইমাম। তার এক কন্যা সন্তান রয়েছে। অনেকদিন সে মেয়ে তার বাবাকে বলে আসছিল, বাবা, আমাকে একটা ভাল ফোন কিনে দাও। আজকাল ইউটিউবে ভাল ভাল ক্লাস টিউটোরিয়াল থাকে। স্মার্টফোন না থাকায় আমি তাদের থেকে পিছিয়ে যাচ্ছি।
বাবা মসজিদের ইমাম। ইনকাম-ইবা কত টাকা। একজন বুদ্ধি দিল, আপনি বিক্রয় ডট কম থেকে কম দামে ভাল ফোন কিনতে পারেন। বড়লোকের ছেলে-মেয়েরা দুইদিন পরপর ফোন পাল্টায়। তাদের ফোনগুলো তারা বিক্রয় ডট কমে বিক্রি করে দেয়।
বুদ্ধি অনুসারে বিক্রয় ডট কমে ফোন খুঁজতে থাকলেন। একটি ফোন পছন্দ হয়। ডেলিভারি লোকেশন চট্টগ্রামেই। খুশি হন। ফোন কেনার সময় জিজ্ঞেস করেন, ফোনে কোনো যায়-ঝামেলা নাইতো। বিক্রয় ডট কমের বিক্রেতাবন্ধু জানান, কোনো ঝামেলা নাই।
খুশি মনে ইমাম ফোনটি কিনেন। মেয়েকে দেয়ার সময় বলেন, ফোন নিয়ে পড়াশোনা করিস। বন্ধুদের থেকে পিছিয়ে যাওয়া চলবে না।
মেয়েও মাথা দুলিয়ে হ্যা বলে। সাথে বলে, জ্বি, আব্বা।
২.
সোহাগ মিয়া। হুজুরের মেয়ের সাথে বর্তমানে তার সম্পর্ক চলছে। প্রতিদিন দুই-তিন ঘণ্টা ফোনে কথা না বললেও তাদের কথা ফুরায় না।
একদিন সোহাগ মিয়ার নাম্বারে ফোন আসে। ' আমি শেরে বাংলা নগর থানার এসআই তমিজ। ০১৮...২৫ নাম্বারের ব্যক্তি আপনার কি হয়?'
- না, এই নাম্বার আমি চিনি না। কেন কেন?
- বললেন, চিনি না। আপনি গতকালও তিনবার ফোন করেছেন। একবার কথা বলেছেন, দুই ঘণ্টা ৫ মিনিট। আমি কি ঠিক বলেছি?
- সরি স্যার। জ্বি, আপনি ঠিক বলেছেন। আমাকে এখন কি করতে হবে?
-আমি যা বলি তার ঠিক ঠিক উত্তর দিবেন।
- জ্বি। জ্বি।
- ০১৮...২৫ য়ের ব্যবহারকারীর নাম কি?
- তনিমা।
-কি করে?
- সিটি কলেজে মানবিকে পড়ে।
- আপনার সাথে সম্পর্ক কতদিনের?
- আগামীকাল তিনমাসে পা দিবে।
- ওর বাড়িতে কে কে আছে?
- বাবা, মা আর এক ছোট ভাই।
- বাবা কি করে?
- উনি মসজিদের ইমাম।
- আপনার তনিমা যে ফোন ব্যবহার করছে, তা ছিনতাই হওয়া ফোন। এটা উদ্ধারের কাজ চলছে। আমি যে আপনাকে ফোন করেছি, এটা আর কাউকে বলবেন না। বললে, যে ছিনতাই করেছে, তার পরিবর্তে আপনাকে লকআপে ঢুকাবো।
৩.
আধা ঘণ্টা পরে তনিমার ফোনে একটি আননোন নাম্বার থেকে ফোন আসে। প্রথমে ধরে নি। কয়েকবার কল দিতেই ফোন ধরে।
বলে, আমি শেরে বাংলা নগর থানার এসআই তমিজ। ০১৮...৩৮ নাম্বারের ব্যক্তি আপনার কি হয়?
মেয়েটা আকাশ থেকে পড়ে। আরে, এতো তার বয়ফ্রেন্ড। পুলিশ তাকে খুঁজতেছে কেন?
- আমি ঠিক চিনি না। কেন?
- গতকাল তিনবার কথা বলেছেন। একবার কথা বলেছেন দুই ঘণ্টা ৫ মিনিট। আমি কি ঠিক বলেছি?
তনিমা বুঝে যায়, মিথ্যে বলে লাভ নেই।
- জ্বি স্যার। ভুল হয়ে গেছে। এই ছেলের সাথে আর কথা বলবো না। আমি এখন থেকে আপনার সাথে কথা বলবো।
- আপনার সিমটা কি আপনার বাবার নামে রেজিস্ট্রেশন করা।
- জ্বি স্যার।
- আপনার বাবার নাম কি আবদুর রশিদ?
- জ্বি স্যার।
- আপনার বাবা কি করে?
- মসজিদের ইমাম। এ ছেলের বিষয়ে আামার বাবাকে জানাবেন না প্লিজ। জানলে, আমাকে সাফ মেরে ফেলবে!
৪.
ভোরে ফজরের নামাজ পড়িয়ে বাসায় এসে বিশ্রাম নিতে গিয়েছিলেন আবদুর রশিদ। গতকাল রাতে খুব ভাল ঘুম হয় নি।
সময় সকাল ১০ টা। এ সময়ে তার নাম্বারে কল আসে। কলটি ধরেছিলেন চোখ বুঝেবুঝে।
আমি শেরে বাংলা নগর থানার এসআই তমিজ। আপনি একটি প্রতারণার স্বীকার হয়েছেন।
- কি বলেন?
- জ্বি। আপনি কিছুদিন আগে রিয়েলমি নামক যে ফোন কিনেছেন? কার কাছ থেকে কিনেছেন?
এতক্ষণে তার চোখ থেকে ঘুম উধাও হয়ে গিয়েছিল। যার কাছ থেকে ফোন কিনেছিলেন, কেনার সময় তারও সন্দেত হয়েছিল। এখনতো ঠিকঠাক উত্তর দিতে হয়। না হয় এ ফোনসেট ব্যবহারের দায়ে তাকেও হয়রানির স্বীকার হতে হবে। ঠিকঠাক উত্তর দেয়।
- বিক্রয় ডট কম থেকে।
- সে আরেকজন ফোন ছিনতাই করে আপনাকে বিক্রি করেছে। থানায় জিডি করা আছে।
- কি বলেন, সে আমাকে তার এনআইডি কার্ডের কপিও দিয়েছে।
- যাচাই করে দেখেন, তার এনআইডি কার্ডও ভুয়া।
- আমি ১২ হাজার টাকা দিয়ে ফোন কিনেছি। এখন আামার টাকার কি হবে?
- আপনি যার কাছ থেকে কিনেছেন, তার ফোন নাম্বার আছে?
- জ্বি আছে।
- আপনি এখন ফোনসেট বুঝিয়ে দেন। আপনার টাকা উদ্ধার করা যায় কিনা আমি দেখছি।
- জ্বি স্যার। আমাকে কখন কি করতে হবে জানাবেন।
৪.
নাদিম মজিদ। ঢাকায় থাকেন। বাড়ি খাগড়াছড়ি। বাংলা পাজেল লিমিটেড নামক একটি সফটওয়্যার কোম্পানির সিইও। বাড়ি থেকে এসে ভোর ৫টায় নেমেছেন। ফ্রেশ হয়ে ঘুমাচ্ছিলেন।
বেলা এগারোটা। এসময় তার নাম্বারে ফোন আসে। আননোন নাম্বার। ঘুমের কোটা ফিলআপ হলেও ভ্রমণের ঝক্কি কাটে নি। ফোন ধরেন।
'আপনি কোথায়?
- বাসায়।
- আপনি এখন আমার সাথে দেখা করতে পারবেন?
- আপনি কে বলছেন?
- আমাকে মনে হয় চিনতে পারেন নি। সেদিন চা খাওয়ান নাইতো। চিনবেন কি করে। আমি এসআই তমিজ।
এতক্ষণে নাদিম মজিদ চিনতে পারেন। নয়দিন আগে পকেটমার তার মোবাইল নিয়ে গিয়েছিল। থানায় জিডি করে তার মোবাইলের আইএমইআই নাম্বারসহ মোট তিনজনের আইএমইআই নাম্বার দেয়।
- আরে তমিজ ভাই। ফোন পেয়েছেন?
- আর্জেন্ট আসেন। আমি মানিক মিয়া এভিনিউতে ডিউটি করছি।
এদিকে নাদিম মজিদ ভাবছেন, এখন তার গোসল করা লাগবে। নাস্তা করা লাগবে। একজন এসা্ই ফোন দিলেই সাথেসাথে যাওয়ার মত জরুরি কোনো কাজ থাকার কথা নয়।
নাস্তা করে রেডি হয়ে বের হওয়ার সময় আবার ফোন আসে। 'ভাই, আপনি কোথায়?'
- বের হয়েছি। আর ১০ মিনিট লাগবে।
- তাড়াতাড়ি করেন।
একথা শুনে নাদিম মজিদ ভাবে, চোরকে মনে হয়, হাতেনাতে ধরে বসে আছে। দেরি করলে থানায় চালান করে দিবে।
একটা মোটরসাইকেল নিয়ে ১০ মিনিটেই স্পটে পৌছে যায়।
- ৪১৫..১৪৫ এ আইএমইআই নাম্বার কি আপনার?
- দেখে জানাচ্ছি।
মিলিয়ে দেখে, এটা ঠিক তার নিজের নয়। কিন্তু তার অফিসের কলিগ শাহ জাহানের। গতবছর অফিসের কাজে চট্টগ্রামে গেলে ছিনতাই হয়।
- জ্বি, আমার কলিগের।
-ফোনটা ট্র্যাক করা হয়েছে। উদ্ধারের পর্যায়ে আছে। আপনার চট্টগ্রামে অফিস আছে।
- জ্বি।
-সেখান থেকে একজনকে ছোটপুল পাঠান। যাওয়া মাত্রই ফোন দিয়ে দিবে।
তৎক্ষণাৎ বাংলা পাজেলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হামিম হাসনাতকে ফোন করেন নাদিম মজিদ। কি করতে হবে জানিয়ে দেন। সে অনুসারে বিকেলেই ইমামের কাছ থেকে ফোন বুঝে নিয়ে সুন্দরবন পরিবহনে কুরিয়ার করেন।
৫.
এসআইয়ের সাথে কথা চলার সময় শাহ জাহান তখন খাগড়াছড়িতে। সেখানকার বিভিন্ন স্কুলকে ওয়েবসাইট বুঝিয়ে দেয়ার অ্যাসাইনমেন্ট তার হাতে ছিল। তার বাড়ি যেহেতু খাগড়াছড়ি। স্কুলগুলোর সাথে সুবিধামত সময়ে গিয়ে বুঝিয়ে দিয়ে আসছিল।
বেলা বারোটায় গরম গরম খবর দেয়ার সময় ফোন ধরতে পারেনি। কলব্যাক করেছিল ঘণ্টাখানেক পরে। যখন জানতে পারে, তার প্রিয় ফোন উদ্ধার হচ্ছে, খুশিতে আত্মহারা হয়ে যায়। তার সামনে ছিল তার বউ। ডেকে বলে, তানি, আমার ফোন পাওয়া গেছে।
একবছর আগে হারানো ফোন। তার বউয়ের বিশ্বাস হচ্ছিল না।
'কি, তুমি কার সাথে কথা বলছ।'
- স্যারের সাথে।
৬.
বুধবার দুপুর আড়াইটা। প্রজেক্ট প্রেজেন্টেশনের কাজে নাদিম মজিদ টিমসহ ক্লায়েন্ট অফিসে যাচ্ছিল। যাত্রাপথে এসআই তমিজের ফোন।
'আপনাকে আরেকটি তথ্য দেয়ার জন্য ফোন করলাম। বিক্রয় ডট কমের মাধ্যমে যে চোরাই সেট বিক্রি করেছিল, তাকে আটক করা হয়েছে। হুজুর তার টাকা ফেরত পেয়েছে।'
- ঐ ছিনতাইকারীকে ধরে জেলে পাঠালে আমি আপনাদের জন্য ভাল পুরস্কারের ব্যবস্থা করবো।
বি.দ্র.:
পুলিশের কাছে যে প্রযুক্তি রয়েছে, তা দিয়ে অনেক কিছু করতে পারে। আইএমইআই নাম্বার পেলে এবং ফোন সচল থাকলে তারা ফোন লোকেশন এবং সেখানে বর্তমানে কোন নাম্বার ব্যবহার করছে, তা বের করতে পারে।

nadimkobi@gmail.com

+8801799-045333

House: 13/3, Road-2, Shyamoli, Dhaka-1207

©2023 by .
Proudly created with Bangla Puzzle Ltd.