Blog details

16 Dec, 2023 9:51 PM

এআই এসে গেছে, আপনি কি প্রস্তুত?

আমরা কম-বেশি সবাই ফেসবুক ব্যবহার করে অভ্যস্ত। আমরা কতজন জানি, এই ফেসবুক কতজনের চাকরি খেয়েছে? 

যেমন: পাড়ার মোবাইল দোকানদার, যারা তিনটাকা মিনিটে কলরেট কাটতো। এখন বেশিরভাগ-ই মেসেঞ্জারে বা হোয়াটসআপে কথা বলে। 

এমন অজস্র গল্প আছে। কিছু গল্প হাসির, কিছু গল্প কান্নার। 

ফেসবুক যেমন চাকরি খেয়েছে, চাকরিও দিয়েছে। ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, এফ -কমার্সসহ প্রচুর ক্ষেত্র তৈরি হয়েছে। অনেকের-ই কর্মসংস্থান হয়েছে। 

হয়ত পেশার নাম পরিবর্তন হয়েছে, দক্ষতায় পরিবর্তন এসেছে। অনেকের চাকরি গিয়েছে, আবার অনেকের চাকরি তৈরি হচ্ছে।

এআই যেমন কারো জন্য অভিশাপ, আবার ব্যবহার করতে জানা সবার জন্য আশীর্বাদ।  

একটি বেসরকারি চ্যানেলে এআইয়ের  সংবাদ উপস্থাপিকা হওয়া নিয়ে সমালোচনা হচ্ছে। চাকরি যাচ্ছে বলে অনেকে কাতর হচ্ছেন। 

এখন প্রস্তুত না হলে পরে আরো হাহুতাশ করবেন। কারণ, একজন সংবাদ উপস্থাপিকার পেছনে একটি চ্যানেল খরচ করে, দুই বছর পরে ২০ জন সংবাদ উপস্থাপিকার পেছনের খরচ একটি এআই মডেল দিয়েই হয়ে যাবে। পারফর্মেন্সও একই থাকবে।

nadimkobi@gmail.com

+8801799-045333

House: 13/3, Road-2, Shyamoli, Dhaka-1207

©2023 by .
Proudly created with Bangla Puzzle Ltd.