Blog details

16 Dec, 2023 10:00 PM

জাপানি সিইও'র কাছ থেকে ৫ শিক্ষা

জাপানের একটি সফটওয়্যার কোম্পানির সিইও আজ আমাদের অফিস ভিজিট করতে এসেছে। তার কাছ থেকে আজ পাঁচটি জিনিস শিখেছি। 

১. সময়মত আসা: আমাদের মিটিং সময় ছিল দুইটা। দুপুর ১.৫৩তে অফিসের নিচে এসে ফোন করে বলল, আমি আপনাদের অফিসের নিচে। 

২. সময়মত যাওয়া: আড়াইটা বাজতেই ভদ্রলোক বললেন, আমার আরেকটি মিটিং আছে। এখন উঠতে হবে। সময়কে কিভাবে কাজে লাগাতে হয়, তা বুঝতে পেরেছি। 

৩. মিতব্যয়ী হওয়া: উনি এসেছেন একা। উবারে। আবার যাবেনও উবারে। সঙ্গে আলাদা লোক রেখে খরচ বাড়ান নি। রেন্ট-এ-কার ভাড়া নিয়ে ড্রাইভারের সাথে আনলিমিটেড ক্যাচালেও যান নি।

৪. প্রযুক্তির ব্যবহার: উবার ছাড়াও আরেকটি প্রযুক্তি ব্যবহার করতে দেখেছি। গুগল লেন্স। আমার লেখা দুইটি বই হাতের কাছে ছিল। বাংলায় লেখা বই। উনি গুগল লেন্স দিয়ে জাপানিজ ভাষায় অনুবাদ করে বইয়ের প্রচ্ছদ পড়েছেন। 

৫. প্রাণীপ্রেম: অফিস থেকে নামার সময় সিঁড়িতে একটি বেড়াল ঘুমাচ্ছিল। বেড়ালের গায়ে তার পা পড়েছিল। বেড়ালটি পালিয়ে গেলেও খুঁজে তাকে সরি বলেছে।

nadimkobi@gmail.com

+8801799-045333

House: 13/3, Road-2, Shyamoli, Dhaka-1207

©2023 by .
Proudly created with Bangla Puzzle Ltd.